বৃষ্টির কারণে সিলেটের মাঠে আপাতত বন্ধ বাংলাদেশে জিম্বাবুয়ে ম্যাচ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

বৃষ্টির কারণে সিলেটের মাঠে আপাতত বন্ধ বাংলাদেশে জিম্বাবুয়ে ম্যাচ

 

ক্রীড়া প্রতিবেদ/সিলেটঃঃ

লিটন দাসের শতক ও তামিম ইকবালের অর্ধশতকে বিনা উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন ১০২ ও তামিম ৭৯ রানে অপরাজিত আছেন।

 

এর মধ্য দিয়ে প্রথম উইকেট জুটিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন ইতিমধ্যে ১৮২ রান তুলেছেন। এর আগে প্রথম উইকেটে সর্বোচ্চ রান ছিল ১৭০। যা ১৯৯৯ সালে মেহরাব হোসেন অপি ও আল শাহরিয়ার রোকন করেছিলেন।

 

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নেমে শুভ সূচনা করে লিটন দাস ও তামিম ইকবাল। ১৮ ওভার ২ বল খেলে স্কোরে ১০০ রান যোগ করেন তারা। প্রথম পাওয়ার প্লেতে তারা ৫৩ রান সংগ্রহ করেন।

 

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে চার বদল এনেছে। এই ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031