লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভা অনুষ্ঠিত

 

লন্ডন প্রতিনিধিঃঃ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ। সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন।

 

সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংগঠনের নতুন সদস্য সংগ্রহ, যুক্তরাজ্যে ও বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড বিতরন নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এই সংগঠনের মাধ্যমে ব্রিটেনে বেড়ে উঠা দক্ষিন সুরমা উপজেলার নতুন প্রজন্মের সাথে সেতু বন্ধন সৃস্টি হবে।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মতিন, এম এ আলী, ইলিয়াছ আলী, হোসেন আহমদ, বদরুল হক শাহীন, এম এনামূল হক, আব্দুল কাদির,শামীম আহমদ, ওবায়দুর রহমান জুহেদ, জাবেদ আহমদ প্রমুখ।

Spread the love