৯৯৯-এ কল : চুরি হওয়া সরঞ্জামসহ ৬ চোর আটক

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

৯৯৯-এ কল : চুরি হওয়া সরঞ্জামসহ ৬ চোর আটক

 

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

 

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলালিংক ও গ্রামীনফোন যৌথ কোম্পানীর টাওয়ারের চুরি হওয়া ২৭টি ব্যাটারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য কে আটক করেছে দিরাই থানা পুলিশ।

 

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ ২০২০)তারিখ দিবাগত রাত ০৪:২০ মিনিটের সময় “৯৯৯” হতে কল পেয়ে,দিরাই থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নেতৃত্বে এসআই ফজলুল হক, এসআই গোলাম ফাত্তাহ, এএসআই সুমন অধিকারী সঙ্গীয় ফোর্স সহ এলাকায় অভিযান চালিয়ে দিরাই থানাধীন চরনারচর বাজারস্হ বাংলালিংক ও গ্রামীনফোন কোম্পানীর টাওয়ারের চুরি হওয়া ২৭টি ব্যাটারী (যাহার মূল্য- ৬১২০০০ টাকা) ব্যবহৃত পিকআপ গাড়ীসহ আন্তঃজেলা চোর চক্রের ০৬ সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলেন- ১। কাজী আলম হোসেন হেলাল (৩২), পিতা-কাজী গোলাম সরোয়ার, সাং-চৌগাছি, থানা-শ্রীপুর, ২। মোঃ মাহাবুর হোসেন (২০), পিতা- মোঃ লুৎফুর রহমান, ৩। মোঃ রানা ইসলাম (৩০), পিতা-তোতা মিয়া , উভয় সাং-জাগলা, থানা-মাগুড়া সদর, সর্ব জেলা-মাগুড়া, ৪। মোঃ মুছা খান (৩৫) (ড্রাইভার), পিতা-মৃত আতাহুর আলী খাঁন, সাং-মোল্লা পাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ৫। মোঃ দিলদার আহমদ (২৭), পিতা-মোঃ নাজিম উদ্দিন, সাং-সারিঘাট ডৌডিক, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।

পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে আসামী ৬। গোলাম নবী (৩২), পিতা-নুরুল ইসলাম, সাং-জামগ্রাম, থানা-পতনীতলা, জেলা-নওগাঁ (মেটাল প্লাস কোম্পানীর বাংলালিংক এর ব্যান্ডরের টেকনিশিয়ান) কে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031