বিশ্বনাথে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বপ্ন পুরণ হচ্ছে কৃষকদের 

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

বিশ্বনাথে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বপ্ন পুরণ হচ্ছে কৃষকদের 
১৫৫ Views
মোঃ আবুল কাশেম/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘করই আইল’ হাওরের খালের উপর ছোট একটি সেতু নির্মাণের দাবি ছিলো এলাকার কৃষদের বড় একটি স্বপ্ন। সেই ব্রিটিশ আমল থেকেই তাদের পূর্বপুরুষরা হাওরের ধান কেটে অনেক কষ্টের বিনিময়ে পানি সাতরিয়ে বাড়িতে আনতেন। এর ভেতরে অনেক সরকার অনেক এমপি হলেন কেউই তাদের আবদারটুকু রাখেন নি। রাখলেন সিলেট-২ আসনের বর্তমান এমপি গণফোরাম নেতা মোকাব্বির খান। চলতি অর্থ বছরে এমপির বরাদ্দ থেকে সেই খালে একটি সেতু নির্মাণের প্রকল্প ফাস হয়েছে। আজ সোমবার দুপুরে মাত্র ৩৬ফুট লম্বা আর ১৮ফুট প্রস্থের ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হবে ২৯লাখ ১৭হাজার টাকা। ছোট এই সেতুটির জন্য এলাকার কৃষকরা বোরো ধান বাড়িতে তুলতে গিয়ে বছরের পর বছর ভোগান্তির শিকার হয়েছেন। এবার তাদের ভোগান্তি অনেকটা লাগব হবে বলে তারা জানান। এমপি উপস্থিত না থাকায় ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পিআইও কর্মকর্তা। এতে ৫/৬টি গ্রামের কৃষকরা আনন্দে আত্মহারা হয়ে উঠেন। ছোট এই সেতুটি  পেয়ে যেন তাদের বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। তাই সেতুর পাশেই একটি ধানি জমিতে এমপির জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন কৃষকসহ এলাবাসী। এর পূর্বে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভারও আয়োজন করা হয়। স্থানীয় আনরপুর গ্রামের মুরব্বি আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন এমপি মোকাব্বির খান। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পিআইও কর্মকর্তা মাহবুব আলম শাওন, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, জসিম উদ্দিন জুনেদ, মাষ্টার মোহাম্মদ আলী, শামমি আহমদ মেম্বার, ফজলু মিয়া ও আব্দুল রব প্রমুখ।
Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031