করোনার কারণে বিক্ষোভ সমাবেশ স্থগিত বিএনপির

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

করোনার কারণে বিক্ষোভ সমাবেশ স্থগিত বিএনপির

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বুধবারের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে বিএনপি। করোনা ভাইরাসের কারণে এ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সারাদেশের বিক্ষোভ সমাবেশ স্থগিতের পাশাপাশি মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

Spread the love