সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
বুলবুল আহমদঃঃ
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিত করন সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইউনিয়ন আই মেডিকেল টেকেনোলজিস্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মুমিন। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন,
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমীগর মিয়া, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিতোষ দাশ, তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফয়ছল আহমদ, মা-মনির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সুলাইমান প্রমুখ। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাসপাতাল জামে মসজিদের ঈমাম হাফেজ শামছুল ইসলাম। গীতা পাঠ করেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিতোষ দাশ। সভায় আগামী ১৮ মার্চ ২০২০ইং তারিখ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১ সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্টানে ও ২৮মার্চ থেকে ১১এপ্লিল পর্যন্ত ২য় ও ৩য় সপ্তাহে নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্র সমুহে হাম রুবেলা টিকা দেয়া অনুষ্টিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে টিকা দেয়া ও সহযোগীতা করার জন্য আহবান জানানো হয়েছে।