ওসমানীনগরে অপারাজিতার সভা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

ওসমানীনগরে অপারাজিতার সভা
১০৩ Views
প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
ওসমানীনগর উপজেলায় উমরপুর ইউনিয়নে নারীদের রাজনৈতিক প্রক্রিয়ায় কাযর্কর অন্তর্ভূক্তি করনে নাগরিক সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উমরপুর ইউনিয়ন এর অপরাজিতার উদ্যেগে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিরিয়া। উপজেলা অপারাজিতা সমন্নয় কারী মোছাম্মদ শিউলি আক্তার এর পরিচালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য মুক্তিযুদ্ধা যুব কমান্ডের সভাপতি মোঃ লুৎফুর রহমান, সমাজ সেবক হাজী মোব্বাশির আলী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রাম সম্ননয়কারী ইখতেহার হোসেন মৃধা, ইউপি সচিব মারতি নন্দন ধাম, ইউনিয়ন পরিষদ মেম্বার সোহেল, ইউপি সদস্য  জুনেদ মিয়া , আব্দুল আলিম কুকন, আমিরুল ইসলাম শিকদার সেলিম, রুকন আহমদ, মোছাম্মদ সাবানা বেগম, রুনা বেগম চৌধুরী, আশা রানী সুত্রধর, কটাল পুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ চন্দ্র দেব, সাবেক ইউপি সদস্য  হোছনা বেগম, সুমনা বেগম, রাজন আহমদ, উমরপুর ইউনিয়ন পরিষদের  লাইব্রীয়ান শিমুল প্রমুখ।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930