রাজধানীতে বিএনপি-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

রাজধানীতে বিএনপি-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
১৮১ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীর মিরপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর-৬ কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পক্ষ অপর পক্ষের দিকে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু করে। এ ঘটনায় মিরপুর-৬ নম্বর সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, ‘আমাদের তিনটি স্থান পরিবর্তন করে দুপুর ১টার দিকে কাঁচাবাজারের সামনে প্রশাসন মঞ্চ তৈরির অনুমতি দেয়। আমরা মঞ্চ তৈরির কাজ শুরু করলে চারদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমিনুল অভিযোগ করে বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

 

তারা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি নিক্ষেপ করেছে।’ ঢাকা মহানগর বিএনপির সিনিয়র নেতারা এ হামলার ঘটনা জানাতে ডিএমপি কমিশনারের অফিসে যাচ্ছেন বলেও জানান তিনি। জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারাদেশের পর ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এখন পর্যন্ত ৪টি স্থানে সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামারপাড়া সমাবেশেও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031