ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে লন্ডনে সভা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে লন্ডনে সভা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামের আহবানে এক প্রতিবাদ সভা ১৪ ই মার্চ শনিবার লন্ডন মুসলিম সেন্টারের গ্রান্ড হলে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওসাধারন সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও মজলিসে আমেলা সদস্য মাওলানা আবুল হাসনাত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ভারতে অব্যাহত সংখ্যালঘু দলন নির্যাতন ও সাম্প্রতিক দিল্লিতে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের তত্বাবধানে দিল্লী ম্যাসাকারের তদন্তের দাবী জানানো হয়।সমাবেশে উপস্থিত সিনিয়র উলামা,সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ ভারতের দিল্লিতে সাম্প্রতিক মুসলিম গণহত্যা বর্তমান ক্ষমতাসীন মোদি সরকারের ভারতকে একটি নিরংকুশ হিন্দু রাষ্ট্র গঠনের জন্য মুসলিম বিতাড়নের পরিকল্পনার অংশ বলে আখ্যায়িত করা হয়।

 

বক্তাগণ বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও সেক্যুলার রাষ্ট্র হওয়া সত্তেও গণহত্যায় দিল্লী প্রশাসন ও পুলিশের নিরব ভূমিকা এবং ক্ষেত্র বিশেষে উগ্র সাম্প্রদায়িক হিন্দু আর এস এস ও বিজেপি গুন্ডাদের সহায়ক ভূমিকা পালনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়,রাষ্ট্রের সংখ্যা লঘু নাগরিকদের সার্বিক নিরাপত্তা বিধান করা এবং তাদের স্ব স্ব ধর্মিয় স্থাপনা সহ তাদের বিশ্বাস ও ধর্ম কর্মের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ।কিন্তু মোদি সরকার তা পালনে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে ।সভায় বক্তাগণ মোদি সরকারের এন আর সি ও সি এ এ বিলকে ভারতে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম নাগরিক অধিকার সংকোচন ও মুসলিম বিতাড়নের নীলনক্সা বলে উল্লেখ করা হয় এবং অবিলম্বে তা বাতিলের জন্য জোর দাবী জানান।সভায় বক্তব্য রাখেন, ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ,মস্ক কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, মাইলএন্ড মসজিদের চেয়ারম্যান মাওলানা জমশেদ আলী,ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আব্দুল কাইয়ূম,জাস্টিস ফর রোহিংগা ইউ কের চেয়ারম্যান শায়খ রামজী,ভয়েস ফর জাস্টিসের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরী,সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের চেয়ারম্যান মাওলানা মওদুদ হাসান,আলহুদা একাডেমির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির সালেহ,

 

,মাদাহিরুল উলুম মাদিরাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদ মাদানী,ব্যারিস্টার নাজির আহমেদ,ব্যারিস্টার আতাউর রহমান,সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল,মাওলানা শুয়াইব আহমেদ,মাওলানা সাদিকুর রহমান,মাওলানা রেজাউল করিম,মাওলানা রফিক আহমেদ রফিক প্রমুখ lসভায় চার দফা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়এবং করোনা ভাইরাস থেকে সকলকে হেফাজত করা ও ভারতে মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930