সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মুহূর্তে আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে সিলেট শহর। মঙ্গলবার ঘড়ির কাঁটায় ঠিক রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গে সিলেট জেলা স্টেডিয়ামে আতশবাজি শুরু হয়। এর আগে থেকেই স্টেডিয়ামের ফ্লাড লাইট জালিয়ে দেয়া হয়েছিল।
তবে আটটা বাজার সাথে সাথে বন্ধ হয়ে যায় ফ্লাড লাইট। একে একে আতশবাজির ঝলকানিতে কেটে যায় রাতের অন্ধকার। লাল-সবুজ-নীল-হলুদসহ হরেক রঙের বাহারে ছেয়ে যায় আকাশ।এসময় সেখানে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি), জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের ডিআইজি কামরুল ইসলাম বিপিএম উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, এডিসি বিভূতি ভূষন ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুব আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ,, সিলেট জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম প্রমুখ।আতশবাজী শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।