সিলেট ২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা ভাইরাসে প্রতিরোধে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভার পর এ সিদ্ধান্ত নেয় হয়।
এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে কোচিং সেন্টারগুলোও। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগমে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিদেশ ফেরতদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে।