সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
রনিক পালঃঃ
করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সিলেটের বালাগঞ্জে একটি কোচিং খুলা রেখে কোচিং করানোর অভিযোগে এ্যালিবেন্ড নামের এক কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং বন্ধ থাকা ও সবধরনের জনসমাগম বন্ধে নির্দেশনা থাকলেও বালাগঞ্জে তা মানা হচ্ছে না। কিন্তু বালাগঞ্জ বাজারের পুরাতন থানারোডে অবস্থিত এ্যালিবেন্ড কোচিং সেন্টার খোলা থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।