আমেরিকায় ২ বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

আমেরিকায় ২ বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনা

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দুজনই কুইন্সের বাসিন্দা ছিলেন।জানা গেছে, এস্টোরিয়া এলাকার ৬০ বছর বয়সী এক বাসিন্দা করোনায় আক্রান্ত হন। পরে তাকে কুইন্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

 

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অন্যজন কুইন্সের উডসাইডের বাসিন্দা ছিলেন। পেশায় গ্রিন ক্যাবের চালক ছিলেন। তার বয়স ৫০ বছর। এনওয়াইপিডি কর্মকর্তা খান শওকত তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রে ২১ জন বাংলাদেশি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।সর্বশেষ করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ২৭৫ জন এবং আক্রান্ত ১৯ হাজারের বেশি।

Spread the love