সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন রোগী ভর্তিও স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান জানান, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগী সংক্রমিত হতে পারে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।অন্যদিকে বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. আবদুল হান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালে কর্মরত শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালে সব ধরনের নিয়মিত রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি রোগী সেবা যথারীতি চালু থাকবে। গতকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।