বাগেরহাট-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের মিলন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

বাগেরহাট-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের মিলন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন নির্বাচিত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত ৮টা পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

 

ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৫৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন মাত্র এক হাজার ৬২৫ ভোট। এসব কেন্দ্রগুলোতে ৬৬৮ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী।

 

জানা যায়, দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে ১৪৩টি কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার ছিল। এরমধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন পুরুষ ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার।

 

গত ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

Spread the love