ভারতে চলছে ‘জনতা কারফিউ’

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ভারতে চলছে ‘জনতা কারফিউ’

আন্তর্জাতিক ডেস্কঃঃ
বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস ঠেকাতে ভারত জুড়ে চলছে ‘জনতা কারফিউ’। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আজ রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে রাত ৯টা পর্যন্ত।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে জনতা কারফিউয়ের কারণে গৃহবন্দী হয়ে পড়েছেন কোটি কোটি বাসিন্দা।

 

কারফিউ শুরুর আগে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আর কয়েক মিনিটের মধ্যেই ‘জনতা কারফিউ’ শুরু হবে। আসুন আমরা সকলে এই কারফিউয়ের অংশ হই। কোভিড-১৯ দানবের সঙ্গে লড়তে যা আমাদের দারুণ শক্তি জোগাবে। এখন আমরা যে পদক্ষেপগুলো নেব, তা আমাদের আগামী দিনে সাহায্য করবে।

 

ভারতে করোনাভাইরাসে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন।

Spread the love