ছাতকে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ছাতকে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রোববার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংর্ঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নগর গ্রামের মুক্তিযোদ্ধা রহমত আলীর পুত্র নূর আলী ও একই গ্রামের আলতাব আলীর পুত্র হেলাল মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে পাওনা টাকা চাইতে গিয়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি গ্রাম্য সালিশকারীদের মধ্যস্থতায় নিস্পত্তির লক্ষ্যে রোববার গ্রামে সালিশ কার্যক্রম চলছিল।

 

সালিশ চলাকালীন সমেয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আব্দুল জলিল(২৫), আল আমিন(৩৬), আলতাব আহমদ(৭৭), ও নুরুল আলম(৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুস সোবহান(৩৮), এনাম মিয়া(৩৮), হেলাল মিয়া(৩৫), বিল্লাল আহমদ(২৪), দুলাল আহমদ(২৭), আবুল কালাম৯২২)সহম আন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031