সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে। আর সরকার মিথ্যা আশ্বাস দিয়ে আবারও একটি প্রতারণামূলক নির্বাচন করার স্বপ্ন দেখছে। জনগণ প্রতারণার ফাঁদে আর পা দেবে না। গতকাল শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জাসদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রহণযোগ্য নির্বাচন, সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য নির্ধারণ, লুটপাট ও সম্পদ পাচার রোধ, পাচারকারীদের বিচার, বিদ্যমান সংকট নিরসন এবং বাংলাদেশ জাসদ ঘোষিত আট দফা দাবিতে এই সমাবেশ হয়। শরীফ নুরুল আম্বিয়া বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন নামে নির্যাতনের নতুন হাতিয়ার তৈরি করেছে। জনগণ ইতোমধ্যে এই ধাপ্পাবাজি আইন প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, সবাই জানে দেশে যে উন্নয়ন হয়েছে, তার ভেতর বড় বড় আর্থিক কেলেঙ্কারি লুকিয়ে আছে। সরকারের কাছে দাবি জানাই, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার বদলে পদত্যাগে সম্মত হোন।
সংকট সমাধানে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবদুস সালাম খোকন এবং সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী সাজু। বক্তব্য দেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, আনোয়ারুল ইসলাম বাবু, বাদল খান, নাসিরুল হক নোয়াব, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।