তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের-তৈমুর

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের-তৈমুর
Spread the love

১০ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। দলটির মহাসচিব নির্বাচিত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা (বহিষ্কৃত) তৈমুর আলম খন্দকার। আর এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অন্তরা সেলিমা হুদা নতুন কমিটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

 

 

 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন তারা। সম্মেলনের মাধ্যমে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর আগে দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির এই সম্মেলন শুরু হয়। সেখানে বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দেন।

 

 

 

এ সময় তাদেরকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান অন্তরা সেলিমা হুদা। তৃণমূল বিএনপিতে তাদের যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে।’ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী প্রমুখ।

 

 

 

গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা সেলিমা হুদা।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930