বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড
১৯ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার গণভবনে এ বৈঠকের সময় বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

 

স্কটিশ সংসদ সদস্যরা জানান, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।

 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

 

ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

 

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Spread the love

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930