সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বর্তমানে তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। বাড়িতে থেকেই দাপ্তরিক কাজগুলো করছেন প্রধানমন্ত্রী জনসন। বরিস জনসনই প্রথম সরকার প্রধান যে কিনা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
আজ শুক্রবার বরিস জনসনের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও এক টুইট বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। টুইটে তিনি লিখেন, ‘গত ২৪ ঘণ্টায় আমার মৃদু উপসর্গ ছিল এবং পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ এসেছে। আমি এখন সেল্ফ আইসোলেশনে আছি। করোনাভাইরাস মোকাবিলায় সরকারি গুরুত্বপূর্ণ কাজে আমি ভিডিও কনফাররেন্সের মাধ্যমে অংশ নেব।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘গতকাল বৃহস্পতিবার থেকে ৫৫ বছর বয়সী বরিস জনসন করোনাভাইরাসের মৃদু উপসর্গ অনুভব করছিলেন। তার আগের দিন তিনি হাউজ অব কমন্সে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
তিনি বলেন, ‘বরিস জনসনের করোনাভাইরাসের পরীক্ষা করেছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ডা. ক্রিস হুইটি। জাতীয় স্বাস্থ্য সংস্থার কর্মীদের সহায়তায় করা এ পরীক্ষায় জনসনের শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।