সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ভারতে চলমান লকডাউনের কারণে বন্ধ রয়েছে সারা দেশের যানবাহন চলাচল। যানবাহন বন্ধের এই সুযোগ কাজে লাগিয়ে ১৬ বছরের এক কিশোরীকে নয়জন মিলে গণধর্ষণ করেছে।
ঝাড়খান্ড পুলিশের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যমএনডিটিভির খবরে বলা হয়, ভারতের ঝাড়খান্ড রাজ্যের দুমকা জেলায় এই ঘটনা ঘটে।
পুলিশে করা অভিযোগে ওই কিশোরী জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে দুমকা জেলায় নিজ গ্রামে যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছিলেন না ওই কিশোরী। সন্ধ্যার আগে নিজ গ্রামে যেতে তার এক বন্ধুকে ফোন করেন ভুক্তভোগী। তাকে নিতে তার বন্ধু বাইক নিয়ে আসেন। সেই বাইকে আরও এক ব্যক্তি ছিলেন যিনি ওই কিশোরীর পরিচিত ছিলেন না।
বাইকে যাওয়ার সময় তার বন্ধু ওই কিশোরীকে জানান, রাস্তায় পুলিশের ধরপাকড় এড়াতে জঙ্গলের শর্টকাট রাস্তা ধরে গ্রামে যাবেন তারা।
তাদের যাওয়ার পথে জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল আরও সাতজন। সেখানেই বন্ধুসহ মোট নয়জন মিলে গণধর্ষণ করে কিশোরীকে। এক পর্যায়ে ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে তাকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পুলিশে অভিযোগ জানানো হয়।
পুলিশ কর্মকর্তা ওয়াই এস রমেশ বলেন, ‘নির্যাতিতা হাসপাতালে ভর্তি রয়েছে, সেখানেই তার বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’