সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা ফজলু মিয়া রাস্তার পাশে থাকা কয়েকটি সরকারি গাছ কাটান। খবর পেয়ে রাণীগঞ্জ ইউনিয়ন তপসিল অফিসের সহকারি কর্মকর্তা জহুর মিয়ার নির্দেশে অফিসের সহকারি সালেক মিয়া কাটা গাছগুলো জব্দ করেন। ২৬ মার্চ বৃহস্পতিবার জব্দকৃত গাছগুলো উধাও হয়ে যায়। এ ব্যাপারে রাণীগঞ্জ ইউনিয়ন তপসিল অফিসের সহকারি কর্মকর্তা জহুর মিয়া বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।