সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী শ্রমিক গ্রেপ্তার হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।গতকাল শনিবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এই এক সপ্তাহে ১৯ হাজার ২৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন।

 

গত ২১ নভেম্বর থেকে চলে সর্বশেষ এই গ্রেপ্তার অভিযান। বিভিন্ন সরকারি সংস্থার সদস্যের নিয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ২৬৮ জনকে আবাসন আইন ভঙ্গ, ৪ হাজার ৭৭৩ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ২ হাজার ৯৮৩ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

 

তাদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিলেন ১ হাজার ২১২ জন। তাদের ৭৩ শতাংশ ইথিওপিয়ার, ২৫ শতাংশ ইয়েমেনি ও ২ শতাংশ অন্যান্য দেশের।

 

এর আগের সপ্তাহে শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল।

Spread the love