সুনামগঞ্জে পুলিশ বেশে সীমান্তে, অতপর…

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

সুনামগঞ্জে পুলিশ বেশে সীমান্তে, অতপর…

জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার  সীমান্তে পাওনা টাকা উদ্ধারে পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে সীমান্ত এলাকায় আসে দুই যুবক। আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে বিজিবি। পরে ভুয়া পুলিশ বেশ ধরায় তাদের আটক করে দেওয়া হয় থানায়।

 

 

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা থেকে পুলিশের পোশাক পরা অবস্থায় তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তির নাম মোহাম্মদ বাকির হোসেন (২৮) ও তাবারত হোসেন (৩০)। এসময় তারদের ব্যবহার করা একটি প্লাটিনাম মোটরসাইকেল জব্দ করা হয়।

 

মোহাম্মদ বাকির হোসেন জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন উত্তর মুকশেদপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে ও একেই ইউনিয়নের দক্ষিণ গোড়িলা গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন।

 

 

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি-এর মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে প্রবেশ করে দুজন। তখন মাছিমপুর বিওপির টহলদল তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। পরে মোহাম্মদ বাকির হোসেন জানান, তার পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আসে।

 

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিটি ভুয়া পুলিশ। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031