গ্রাম পুলিশকে চড় থাপ্পড় মেরে আহত করলেন এস.আই

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

 গ্রাম পুলিশকে চড় থাপ্পড় মেরে আহত করলেন এস.আই

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ আজিম উদ্দিন (৩৫)কে মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার এলোপাতাড়ি চড় থাপ্পড় মেরে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।।

 

মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার হামিদপুর গ্রামের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

 

মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার স্থানীয় এরং বিলের মাছ শিকারের বাধা দেওয়ার লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি অভিযোগটি তদন্ত করতে উপজেলার হামিদপুর গ্রামের সামনের সড়কে যান। বেলা পৌনে চারটার দিকে এসআই বিকাশ সরকার গ্রাম পুলিশ আজিম উদ্দিন কে ডেকে সড়কে নিয়ে আসেন। পরে তাঁকে উদ্দেশ্যে করে ওই পুলিশ কর্মকর্তা বলতে থাকেন তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ। এলাকার মানুষজনও তোমার প্রতি ক্ষুদ্ধ। তুমি নাকি মাছ শিকারে বাধা দিতেছ? তখন গ্রাম পুলিশ এ ঘটনায় জড়িত নয় বলে স্থানীয় লোকজনদের সামনে অস্বীকার করেন। তখন গ্রাম পুলিশ উচ্চস্বরে বলেন,স্যার আমিতো কোনো অপরাধ করি নাই। তাহলে আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হলো? এই কথা বলা মাত্রই স্থানীয় লোকজনদের সামনে ওই পুলিশ কর্মকর্তা গ্রাম পুলিশকে গালি দেন। এতে গ্রাম পুলিশ ক্ষিপ্ত হন। এক পর্যায়ে এসআই বিকাশ সরকার উত্তেজিত হয়ে গ্রাম পুলিশ আজিম উদ্দিনকে দুই গালে ও কানের নীচে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারেন। তাঁর স্ত্রী ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে এসে এ নিয়ে প্রতিবাদ করায় স্ত্রীর সামনে গ্রাম পুলিশকে আবারও চড় থাপ্পড় মারেন ওই পুলিশ কর্মকর্তা। পরে ওই গ্রাম পুলিশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার চেষ্ঠা করলে গ্রাম পুলিশের স্ত্রী ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে তাঁকে ছাড়িয়ে নেন।

 

আহত ওই গ্রাম পুলিশের স্ত্রী রোকিয়া আক্তার (২৫) বলেন, আমার স্বামীকে এসআই বিকাশ সরকার স্যার এলোপাতাড়ি চড় থাপ্পড় মারায় সে এখন কথা বলতে পারছে না । আমার সঙ্গেও ওই পুলিশ অফিসার দুর্ব্যবহার করেছেন। আমার স্বামীকে চিকিৎসা করানোর জন্য জন্য পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হবে। আমি এ ঘটনায় সুবিচার চাই।

 

মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার দাবি করেন, আমি গ্রাম পুলিশ আজিম উদ্দিনকে চড় থাপ্পড় মারিনি ও কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি। আমি একটি ঘটনার তদন্ত করতে গেলে ওই গ্রাম পুলিশ আমার সঙ্গে উল্টো দুর্ব্যবহার করেছে। এখন আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে।

 

 

মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, প্রকৃত পক্ষে কী ঘটনা ঘটেছে তার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।

 

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি খোঁজ নিয়ে যথায়থ ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728