অতীত ভুলের সংশোধন ও জাতীয় সরকার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

অতীত ভুলের সংশোধন ও জাতীয় সরকার

ব্যারিস্টার রফিক আহমেদঃঃ

পাকিস্তানি শাসকদের শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে ১৯৭১ সালে আমরা অর্জন করেছি স্বাধীনতা। সেই স্বাধীনতার সূর্যোদয়ের সময় গোটা জাতি ছিলো ঐক্যবদ্ধ। এমন সময়ে প্রয়োজন ছিল একটি জাতীয় সরকার, যা বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের ভিত্তিতে দেশ গঠনের কাজ শুরু করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৎকালীন আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এককভাবে সরকার গঠন করে। তাদের এই সিদ্ধান্ত যে বড় একটি রাজনৈতিক ভুল ছিল, তা আজ স্পষ্ট। এই ভুলের ফলে জাতি দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিভাজন এবং অস্থিতিশীলতার মধ্যে পড়েছে, যার খেসারত আমরা এখনো দিচ্ছি।

 

১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদকে উৎখাতের পর জাতি আবারও একতাবদ্ধ হয়েছিল। কিন্তু সেই ঐক্যের ফসল জাতীয় সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে ১৯৯১ সালে বিএনপির একক সরকার গঠনের মাধ্যমে নষ্ট হয়ে যায়। জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়নের যাত্রা শুরু করার পরিবর্তে দলীয় স্বার্থপ্রধান রাজনীতির সূচনা হয়। এর ফলশ্রুতিতে গত ৩৪ বছর ধরে দেশে রাজনৈতিক নিপীড়ন, জুলুম, ও ফ্যাসিবাদী শাসন চক্রাকারে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে হাজারো প্রাণ ঝরে গেছে, আর দেশের কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক উন্নয়ন থেমে গেছে।

 

আজকের বাস্তবতায় ফিরে তাকালে আমরা দেখি, বিএনপি পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তাদের মধ্যে কি সত্যিই কোনো পরিবর্তন এসেছে? তাদের দেওয়া ৩১ দফা কি বাস্তবায়ন হবে, তার কোনো নিশ্চয়তা নেই। অতীত ইতিহাস বলে, ক্ষমতায় আসার পর দলীয় স্বার্থই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়।

 

সম্প্রতি ফ্যাসিবাদ পতনের পর জাতি আবারও একতাবদ্ধ হয়েছিল। কিন্তু এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। কাদা ছোঁড়াছুড়ি এবং বিরোধীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ আবার শুরু হয়েছে। এটি ভবিষ্যতে চরম হিংসা-বিদ্বেষের জন্ম দিতে পারে। যারা ক্ষমতায় আসবে, তারা বিরোধীদল ও মতকে দমন করবে—এমন একটি রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা বারবার দেখেছি।

 

 

এই বাস্তবতায়, জাতির সামনে একটি কার্যকর সমাধান হতে পারে জাতীয় সরকারের গঠন। জাতীয় সরকার মানে এমন একটি প্রশাসন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর সমন্বয় থাকবে। এটি কেবল ক্ষমতার ভারসাম্য তৈরি করবে না, বরং দেশের জনগণকে প্রকৃত উন্নয়নের পথে নিয়ে যাবে।

 

 

জাতীয় সরকার গঠনের জন্য এখনই সঠিক সময়। এর মাধ্যমে দেশকে রাজনৈতিক বিভাজন ও সংঘাতের হাত থেকে রক্ষা করা সম্ভব। নইলে, জাতি এক অনিবার্য বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে। অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

 

 

লেখক-ব্যারিস্টার রফিক আহমেদ

Spread the love