বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

অসহায় অবহেলিত নির্যাতিতদের পাশে থেকে দ্রারিদ্র পীড়িত প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল জনগোষ্ঠীর কল্যাণে অব্যাহত শীতবস্ত্র বিতরনের ধারাবাহিকতায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ এই প্রতিপাদ্যে প্রতিষ্টিত বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্য মোহাম্মদ রুহুল আমিন। বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সার্বিক তত্বাবধানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী আব্দুল হান্নান, শাহজাহান মিয়াসহ আরো অনেকে।

 

বক্তারা বলেন, অপরাধ নির্মূলের পাশাপাশি আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছে অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন বাংলাদেশ দূনীতি প্রতিরোধ পরিষদ। অসহায় মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় মানবিক কার্যক্রমে সংগঠনের বাস্তবায়িত উদ্যাগ প্রশংসনীয়। দেশের ক্লান্তিলগ্নে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে সবার আগে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদ। দেশব্যাপী অসহায়, দরিদ্র, শীর্তাতদের শীত নিবারনে অব্যাহত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।

 

এদিকে একই দিনে ওসমানীনগর সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ও ইউপি চেয়ারম্যান চেরাগ আলী।

 

এছাড়া রাজধানী ও সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াদ এরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, ২য় ধাবে সিলেট বিভাগীয় শীতবস্ত্র বিতরন উদ্বোধন করেন, দৈনিক শ্যামল সিলেটে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান। এছাড়া সংগঠনের সভাপতি এডভোকেট রন চন্দ্র দেব,  সমাজসেবী আব্দুর রব কাপ্তানসহ বিভিন্ন শ্রেনী পেশার বাসিন্দারা।

 

যুক্তরাজ্য প্রবাসী মোছা: আছমা খানম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবা বেগম , মহিনুজ জামান শাহীন,দেলোয়ার হোসেন ও এতিমুর রহমানের সার্বিক সহযোগীতায় সারা দেশের বিভিন্ন প্রান্তে অসহায় ছিন্নমূল মধ্যে এসব শীতবন্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরীর সুস্ততা কমনা ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থারত প্রবাসী বাংলাদেশিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও মোনাজাত করেন, মুকাদ্দাসিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মাছুম আহমদ খান।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728