নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন সিলেটের আব্দুল্লাহ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন সিলেটের আব্দুল্লাহ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান খন্দকার আব্দুল্লাহ। তিনি প্রথম বাংলাদেশি যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এত উচ্চপদে আসীন হলেন। এই পদোন্নতির আগে আব্দুল্লাহ ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর।

 

 

বর্তমানে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অব্যাহত পরিশ্রম তাকে এনওয়াইপিডি’তে প্রধানের পদে উন্নীত করবে বলে আশাবাদী হচ্ছেন বাংলাদেশিরা ।

 

খন্দকার আব্দুল্লাহ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালের নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন এবং ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করেন। কাজের জন্য ইতিমধ্যে তিনি অনেক পুলিশ পদক লাভ করেছেন।

 

 

 

সিলেটের বালাগঞ্জ ওসমানীনগরের  সন্তান খন্দকার আব্দুল্লাহ শৈশবে আমেরিকায় এলেও এখনও সাবলীল বাংলায় কথা বলেন। কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার উপস্থিতি লক্ষণীয়। তিনি পরিবারের সঙ্গে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728