বিলাল উদ্দিন, কুয়েত ::
প্রবাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এক প্রবাসী বাংলাদেশী স্কুল ছাত্র। ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। বুক ভরা আশা নিয়ে দূর প্রবাসে উচ্চ শিক্ষার আশায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। মেহেদী হাসানের পরিবার।
কুয়েত প্রবাসী বাংলাদেশি দশম শ্রেণীর শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। শনিবার রাতে আব্বাসিয়ার ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান(১৩) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদী হাসান।মেধাবী ও শান্ত, নর্ম,ভদ্র।
শনিবার সন্ধ্যায় অ্যাভিনিউস মলের কাছে একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান। ছেলেটি বাসায় না ফেরার কারনে মেহেদী হাসানের পরিবার রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে তাকে খুঁজছিলেন। জানা গেছে, গাড়ির চালক নিজেই রক্তাক্ত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মেহেদীর মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। সকল আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।