লিবিয়ায় উপকূলে ২৩ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

লিবিয়ায় উপকূলে ২৩ মরদেহ উদ্ধার

আন্তজাতিক ডেস্ক::

লিবিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী একটি এলাকা থেকে উদ্ধার হওয়া ২৩ অভিবাসন প্রত্যাশীর মরদেহ দাফন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের বেশির ভাগই বাংলাদেশি নাগরিক। তবে পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহতের পাশাপাশি ২ জন গুরুতর আহতকে উদ্ধার করা হয়েছে। তাদের সেনাবাহিনীর কোনো একটি হাসপাতালে আইসিইউতে আছে বলে দূতাবাস থেকে বলা হয়েছে। তবে তাদের প্রকৃত অবস্থান নিশ্চিত হতে পারেনি দূতাবাস।

 

গত বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহউদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে।

 

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে দূতাবাস। শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এসব মানুষ কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, তারা সবাই বাংলাদেশের নাগরিক। আর যে স্থান থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেখানে যাওয়ার অনুমতি এখনও পায়নি দূতাবাস।

 

মরদেহগুলো পচে-গলে যাচ্ছিল উল্লেখ করে দূতাবাস আরও জানিয়েছে, এসব মরদেহের সঙ্গে জাতীয়তাসংক্রান্ত কোনো নথিপত্র পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়েছে।

Spread the love