সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাস বিস্তারের সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটেন।এই পরিকল্পনার আওতায় বার্মিংহাম বিমানবন্দর অস্থায়ী মর্গে পরিণত হতে পারে। বার্মিংহাম ও আশপাশের কয়েকটি স্থানীয় কাউন্সিলের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ১২,০০০ মরদেহের শয়নকক্ষ হিসাবে ব্যবহার করা হবে বার্মিংহাম বিমানবন্দর। পরবর্তীতে প্রয়োজন অনুসারে ২৫,০০০ মরদেহের জন্য জায়গার ব্যবস্থা রাখা হবে ।
এরজন্য যাত্রীবাহী টার্মিনাল, কার্গো হাব ব্যবহার করা হবে। বার্মিংহাম বিমানবন্দরকে মর্গ হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথা স্বীকার করে স্থানীয় স্যান্ডওয়েল কাউন্সিলের উপ-নেতা ওয়াসিম আলী বিবিসিকে বলেন: আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে।বার্মিংহাম বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন: বিষয়টি নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।আমরা অবশ্যই এই মহামারীটির বিরুদ্ধে লড়াইয়ে সব ধরণের সহায়তা করতে প্রস্তুত রয়েছি।