সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে সারা দেশের মতো সুনামগঞ্জের জগন্নাথপুরে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শনিবার উপজেলার প্রতিটি অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল করে মোট এক হাজার পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেশ ব্যাপী অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারবাহিকতায় জগন্নাথপুরে বিতরণ শুরু হয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল। তাই যারা এখন পাননি, তারা ক্রমান্বয়ে পাবেন। কেউ নিরাশ হওয়ার কারণ নেই।