সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে শহরের চৌধুরী বাজার থেকে তাকে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান- চৌধুরী বাজার এলাকায় স্থানীয় জনতা ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে শহরে ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে মামলা রয়েছে।
ছাত্র আন্দোলনে আহত মুশাহিদ মিয়ার দায়ের করা মামলায় তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিবেকানন্দ দাস কাগাপাশা গ্রামের মৃত বনমালি দাসের ছেলে।