সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের কানাইঘাটে জৈন্তাপুর উপজেলার ৮ বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম জারিফ আহমদ। সে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম ব্রিজের পাশে একটি ডোবা থেকে জারিফের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না- এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এটি হত্যাকাণ্ড কি না, হলে এর কারণ ও অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।