সিলেট জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

সিলেট জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার ঈদ সামগ্রী বিতরণ

ওসমানীনগর/ প্রতিনিধি ::
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কাতারে বসবাসরত সিলেট জাতীয়তাবাদি কাতার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর শাহজালাল মাজার গেইট প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদি ফোরাম কাতার শাখার অর্থায়নে ৩শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ পুর্ব আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ এর পরিচালনায়,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খাঁন জামাল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, সিলেট জেলা যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিম ইসলাম, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার সাংগঠনিক সম্পাদক এম বিলাল উদ্দীন, উসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাফি, সাধারণ সম্পাদক জাহেদ খান আলিফ, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, আরিয়ান মাহমুদ জুয়েল প্রমূখ।

 

বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ লালন করে প্রবাসে থেকে ও দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি অসহায় দারিদ্র্য চিহ্নমুল মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছে, সিলেট জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ঈদ আনন্দে মাতিয়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ঈদ বস্ত্র। তাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের যেকোন দুর্যোগে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930