সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই ইউরোপে মারা যাচ্ছে শত শত মানুষ। বিশেষ করে ইতালি ও স্পেনে মৃত্যুর মিছিল যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। এর মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেনের রাজকন্যা প্রিন্সেস মারিয়া তেরেসা।
স্পেনের বারবন-পার্মা রাজ পরিবারের অন্যতম সদস্য ছিলেন ৮৬ বছর বয়সী মারিয়া। গত শুক্রবার বড় ভাই সিক্সটাস হেনরি অব বারবন পার্মা রাজপরিবারের পক্ষ থেকে প্রিন্সেস মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টার। করোনা ভাইরাসে এই প্রথম স্পেন তো বটেই, ইউরোপেরই অভিজাত রাজপরিবারগুলোর কেউ মারা গেলেন।
প্রিন্সেস মারিয়া ১৯৩৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বারবন-পার্মা রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স জেভিয়ার তার স্ত্রী মেডিলেইনি ডি বারবনের ছয় সন্তানের মধ্যে অন্যতম।স্পেনের হাউস অব বারবনের বর্তমান ক্যাডেট শাখারও সদস্য ছিলেন চিরকুমারী মারিয়া। ফ্রান্সে জন্ম নিলেও জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান তিনি। গবেষণা ও লেখালেখি করেছেন স্পেনের রাজনৈতিক আন্দোলন নিয়ে।এর আগে ব্রিটিশ রাজকুমার প্রিন্স চার্লস করোনা আক্রান্ত বলে জানা যায়। ৭১ বছর বয়সী চার্লস বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে আছেন।