অবশেষে ওসমানীতে ফিনল্যান্ডের নাগরিক

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

অবশেষে ওসমানীতে ফিনল্যান্ডের নাগরিক

ডেস্ক রিপোর্টঃঃ

সিলেট নগরীর মীরবক্সটুলায় আচমকা অজ্ঞান হয়ে পড়া ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কোকে হাসপাতালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিন থেকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি ওসমানীতে চিকিৎসাধিন আছেন। তার শারীরিক অবস্থাও অনেকটা ভাল। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

 

তিনি জানান, অজ্ঞান অবস্থায় ফিনল্যান্ডের নাগরিক মার্কোকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা করোনা ভাইরাসের কোন উপসর্গ না পাওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, ফিনল্যান্ডের যুবক মি. মার্কো (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করে হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন।

 

শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মার্কো হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের পাশে রবি অফিসের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Spread the love