সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বিপুল উৎসাহ উদ্দিপনায় সিলেটের ওসমানীনগগরে ২য় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা (দাশপাড়া) মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া। উদ্বোধনী ম্যাচে রাহিম শাহ এফসিকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে জালালপুর এফসি।
যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান দিপুর সার্বিক সহযোগীতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী সভায় সভাপত্বি করেন,সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া। বক্তব্য রাখেন, সমাজসেবী মোঃ হাদিছ খাঁন, নাছির আহমদ, বশির মিয়া, বাবরুছ মিয় ,সাবেক ফুটবলার,রঞ্জন ধর, সিদ্দেক আলী, ময়না মিয়া , ফ্রান্স প্রবাসী, আব্দুল জলিল,সমাজসেবী আলাউর রহমান এহর, দুলাল আহমদ, শাহ জাহাঙ্গীর, ইয়াহর আলী, সৈয়দ বাবুল, ফয়জুল ইসলাম, আব্দুল জামাল, তহশিল মিয়া, পিয়ার আলী, ইসলাম উদ্দিন, আতিক মিয়া কয়েছ মিয়া, গিয়াস উদ্দিন গিয়াস, রফিক মিয়া, শাহ জামাল, আনহার আহমদ, আকিল মিয়া, ইয়াসিন আলী, রবিন আহমদ, শাহ জাহেদ, আলী রাজ দিলা মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক-সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। প্রত্যান্ত অঞ্চলের সার্বিক উন্নয়নের পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহী ও যুবসমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ফুটবল খেলাকে জাতীয় পর্যায়ে নিতে যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান দিপুর কার্যক্রম প্রশংসনীয়।