সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
প্রতিনিধি/ ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ধর্মপাশা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ রোডস্থ উপজেলা জমিয়তের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার বিদায়ী সেশনের সভাপতি মুফতি মাহদি বিন মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা জমিয়ত সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী। সাংগঠনিক সম্পাদক আবুল বারাকাত মুহাম্মাদ মুবাশ্বিরের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহিয়া।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ মনির, মাওলানা সদরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী, প্রচার সম্পাদক, মাওলানা শরীফ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক, মাওলানা জাকির হুসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক, মাওলানা নূরগনী আহমদ মারুফ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, যুব জমিয়ত জয়শ্রী ইউনিয়ন সভাপতি মাওলানা নূরুস সালাম, সেলবরষ ইউনিয়ন যুব জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান নাঈম।
উপজেলা ছাত্র জমিয়তের নবনির্বাচিত কমিটির সকলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান মাসুম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাহিম আল আশরাফ।