সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতক সদর ইউনিয়নের উদ্যোগে সরকারি চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৫০ জন গরীব পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, কেজি আলু ও আধা কেজি ডাল নিয়ে ১টি পেকেট তৈরী করে মোট ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় ইউআরসি ইন্ট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি সচিব পিংক দাস, ইউপি সদস্য ইব্রাহিম আলী, সুলতান মিয়া, সদস্যা আফিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।