সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সোমবার দেশটিতে মারা গেছেন ১৮০ জন। এর মধ্যে ইংল্যান্ডে ১৫৯ জন, ওয়েলসে ১৪ জন, স্কটল্যান্ডে ছয় জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে একজন মারা গেছেন। এছাড়া ব্রিটেনজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। খবর দ্য ডেইলি মেইলের।
খবরে বলা হয়, গত দুই দিনের তুলনায় সোমবার মৃতের সংখ্যা কমেছে। এ নিয়ে টানা দু’দিন কমলো মৃতের সংখ্যা। এর আগে রবিবার মারা গেছেন ২০৯ জন ও শনিবার ২৬০ জন। তবে মৃতের সংখ্যা কমলেও স্বস্তি মিলছে না।স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বাড়তে পারে। এদিন প্রথমবারের মতো হাসপাতালের বাইরে মারা যাওয়া রোগীদের সংখ্যাও সরকারি হিসাবে যোগ করা হবে। এতদিন হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের সংখ্যা হিসাবে যোগ করা হয়নি।
ডেইলি মেইল জানায়, ব্রিটেনজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আনুমানিক ২০ লাখের বেশি হতে পারে। কেননা, সরকার কেবল সেসব রোগীদেরই পরীক্ষা করছে, যারা হাসপাতালে ভর্তি হচ্ছে।