সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জ ১শত জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরন করা হয়েছে। মঙ্গলবার(৩১ মার্চ)দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী এবং সুনামগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির ১শতজন সদস্যদের মধ্যে করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শরীফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,সুনামগঞ্জ অন্ধ কল্যান সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।