সিলেটে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

সিলেটে বিএনপি নেতা বহিষ্কার

লন্ডন বাংলা ডেস্ক  ::

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় দলের শৃঙ্খলা পরিপন্থী ও ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকিরকে দল থেকে সাময়িয়ক বহিষ্কার করা হয়েছে।

 

 

 

সেই সাথে সাত দিনের মধ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে লিখিতভাবে জবাব নির্দেশনা দেয়া হয়। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।

 

 

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম। তিনি বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আবেদুর রহমান আছকিরকে দল থেকে সাময়িয়ক বহিষ্কার করা হয়েছে। যদি লিখিত জবাবে সন্তষ্ট না হয় দল তাহলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।

Spread the love