করোনায় যুক্তরাজ্যে একদিনে ৩৮১ জনের মৃত্যু

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

করোনায় যুক্তরাজ্যে একদিনে ৩৮১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে এবার যুক্তরাজ্যে মঙ্গলবার রেকর্ড ৩৮১ জন মারা গেছে। এর আগের ২৪ ঘণ্টার তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ১৩ বছরের এক শিশুও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কিংস কলেজ হাসপাতালে ১৩ বছরের যে শিশুটি মারা গেছে সে সম্ভবত ব্রিটেনে করোনায় মারা যাওয়া সবচেয়ে কমবয়সী।

 

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটিতে প্রায় ২৫ হাজার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটার পেইজে বলা হয়েছে, ৩০ মার্চ গ্রিনিচ মান সময় ১৬০০ পর্যন্ত করোনায় ১,৭৮৯ জন মারা গেছে। কিন্তু মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় থেকে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা ২৪ শতাংশ বেশি হতে পারে।

বরিস জনসন ভিডিও বার্তায় কেবিনেটকে বলেন, ‘মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া মানে জনগণকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপ হবে। কিন্তু পরে ভালো হবে।’ দেশটির সরকার গত সোমবার তিন সপ্তাহের লকডাউন এবং বিনা দরকারি দোকান পাট ও সেবা বন্ধের নির্দেশ দেয়।

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031