মধ্যনগরে ক্ষিতিপূরণ ও বিচারের দাবিতে গৃহহীন মাজেদা আক্তারের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

মধ্যনগরে ক্ষিতিপূরণ ও বিচারের দাবিতে গৃহহীন মাজেদা আক্তারের সংবাদ সম্মেলন

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নে কালাঘর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 

 

 

হামলার শিকার হয়েছেন ওই গ্রামের মোছাঃ মাজেদা আক্তার (৪৫), স্বামী লাল বাদশা। বর্তমানে তিনি একই গ্রামের বিধবা জুবেদা খাতুনের বাড়িতে আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভুক্তভোগী মাজেদা আক্তার জানান, তার ভাই খায়রুল ইসলামের ছেলে সম্রাট (২৪) একই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে ও মেম্বার আব্দুল মান্নানের ভাতিজি সুমাইয়া আক্তারকে (২০) ভালোবেসে পালিয়ে গিয়ে বিবাহ করেন। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও বিষয়টি ঘিরে প্রতিহিংসার শিকার হয়েছেন তারা।

 

 

 

 

তিনি আরও জানান, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে মেম্বার আব্দুল মান্নান ও মুজিবুর রহমানের উপস্থিতিতে তাদের নেতৃত্বে একদল লোক তার পুকুরপাড়ের প্রায় ২০-২৫টি গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তার ও তার স্বামীর ওপর হামলা চালানো হয়। এরপর রাতেই হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে মারধর করে তাদের ঘর থেকে বের করে দেয়। প্রাণ বাঁচাতে তারা পাশের বাড়ি বিধবা জুবেদা খাতুনের ঘরে আশ্রয় নেন।

 

 

 

 

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের মধ্যে ছিল প্রায় ১৫ মণ চাল, ২২ মণ ধান, একটি চুলার ব্যাটারি, একটি মোটর, গ্যাস চুলা ও সিলিন্ডার, একটি বাইসাইকেল, সোনার চেইন ১টি, রুপার চেইন ২টি, ২০টি হাঁস, ২২টি মুরগি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পদ।

 

 

 

 

মাজেদা আক্তার বলেন, আমরা গরিব মানুষ। কোনো অন্যায় করিনি। শুধু প্রেমঘটিত বিষয়ে প্রতিশোধ নিতে মান্নান মেম্বার আমাদের সর্বস্ব নষ্ট করেছে, এখন আমরা রাস্তায়। মান্নান মেম্বার আমাদের ২০-২৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়, কিন্তু আমার ক্ষতি কয়েক লক্ষ টাকার। আমি ন্যায়বিচার চাই, — বলেন মাজেদা আক্তার। তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি ও আমার পরিবার এখন গৃহহীন। সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের আইন ও প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং নিরাপত্তা চাই।

 

 

 

 

অভিযুক্ত মান্নান মেম্বার বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি তাদের বাড়িতে হামলা বা কোন কিছু নেই নি। তার স্বামী ঘরের সব মালামাল নিয়ে গেছে ভিডিও সহ এলাকার বাসীর কাছে প্রমান আছে।

 

 

 

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিবুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930