সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার বিরশ্রী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বড়পাথার এলাকার আব্দুল করিমের ছেলে এনামুল হক সাবুকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।
এছাড়া গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।