লিটন ও নিক্সন চৌধুরীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

লিটন ও নিক্সন চৌধুরীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরী এবং তার ভাই ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীসহ চারজনের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

 

‎মামলার অন্য দুই আসামি হলেন নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. শাহাদাৎ হোসেন।

 

 

‎মঙ্গলবার সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তাদের আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন।

‎ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন।

 

 

‎মামলার আবেদনে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ দুয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল-৮-এর উপ কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র করার আদেশ দানে আপনার সদয় মর্জি হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930