তাহিরপুরে সর্দি,জ্বর,কাশিতে নিহতের দাফন সম্পন্ন,হোম কোয়ারেন্টাইনে পরিবারের ৬জন

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

তাহিরপুরে সর্দি,জ্বর,কাশিতে নিহতের দাফন সম্পন্ন,হোম কোয়ারেন্টাইনে পরিবারের ৬জন
Spread the love

১১৩ Views

জাহাঙ্গীর আলম ভূঁইয়া/ সুনামগঞ্জঃঃ

সর্দি,জ্বর,কাশিতে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জহিরুল নামে একজন গ্রামের্ন্টেস কর্মী মারা গেছেন। মারা যাবারপর তাকে তার নিজ গ্রাম গোরস্থানে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দাফন করেছে স্বজনরা।  এ ঘটনায় বাবা,মাসহ ৬জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। জহিরুল(২২)উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কাফিল উদ্দিনের ছেলে।

 

জহিরুলের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান,মৃত জহিরুল(২২)দীর্ঘদিন ধরে ঢাকার গাজীপুর এলাকায় একটি গার্মেন্টেন্সে কাজ কর্মতর ছিল। হঠাৎ করে গত সপ্তাহ খানেক ধরে জ্বর,সর্দি,কাশিতে আক্রান্ত হলে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত বুধবার(০১,০৪,২০২০)সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ গাজীপুর থেকে সিলেট কোম্পানীগঞ্জের বালুচর গ্রামের কুলসুমা(২৬) ও মালিক উস্তার(১৬)নামে দুজন বৃহস্পতিবার সন্ধ্যায় মাহতাবপুর গ্রামে নিয়ে আসে। এর পর পরেই তার লাশ দাফন করে স্বজনরা।

 

এই খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ মাহতাবপুর গ্রামে গিয়ে জহিরুলকে যারা গাজীপুর থেকে বাড়ি নিয়ে এসেছে এবং লাশ ধোয়ানোর কাজে যারা ছিল,জহিরুলের পিতা কফিল উদ্দিন(৫০),মা তাসলিমা (৩৫),স্বজন আব্দুল মনাফ(৭৫),আবুল বাদশা(৩৫),গাজীপুর থেকে লাশ নিয়ে আসা কুলসুমা(২৬),মালিক উস্তার(১৬)তাদের ৬জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,সংবাদটি জানার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ইকবাল হোসেন বলেন,ঢাকায় যোগাযোগ করেছেন। তারা নির্দেশনা দিয়েছেন লাশের সাথে সংশ্লিষ্ট সবাইকে আগামী দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930