সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে একটি কলাগাছে বের হওয়া ৫২ টি মোচা দেখতে প্রতিদিন ওই রাড়িতে উৎসুক ভির করছে। সাধারনত একটি কলাগাছে একটি মোচা ধরার কথা। কিন্তু ৫২টি মোছা ধার এ কলাগাছটি এক নজর দেখতে ওই বাড়িতে ভির লেগেই আছে। প্রতিদিন দলে-দলে আসা মানুষদের ভির ঠেকাতে হিমশিম খাচ্ছে বাড়ির মালিক। এ অসাধারন ঘটনাটি ঘটেছে উপজেলার দোলারবাজার ইউনিয়নের শরীষপুর গ্রামের বাসিন্দা আমির আলীর বাড়ীতে। স্থানীয় লোকজন বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কলাগাছের মালিক আমির আলী জানান, তার বাড়ির একটি কলাগাছে ২৫টি মোচা ধরায় লোকজন প্রতিদিনই এ ঘটনা দেখতে এখানে মানুষ আসছে।